বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার সীমান্তবর্তী মালঞ্চা ইউনিয়নের শিবাকলমা গ্রামে চাঁদা না দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে দুখু মিয়া (৩৮) নামের এক ধান ব্যাবসায়ীকে খুন করেছে দুর্বত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন সঙ্গে থাকা ভ্যান চালক আব্দুল মোমিন (৩০)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুখু মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকার বুলু মণ্ডলের ছেলে এবং আহত আব্দুল মোমিন একই এলাকার হাফিজার রহমানের ছেলে।
হাসপাতালের এক চিকিৎসক বাংলানিউজকে জানান, বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দুখু মিয়া আব্দুল মোমিনকে সঙ্গে নিয়ে ধর্মীয় আলোচনা সভা শোনার জন্য কাহালু উপজেলার সীমান্তবর্তী মালঞ্চা ইউনিয়নের শিবাকলমা শশুরবাড়ি এলাকায় যাচ্ছিলেন। রাস্তায় কয়েক মুখচেনা দুর্বৃত্ত তাদের দুইজনকে এলোপাথারী মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীদের সহযোগিতায় বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুখু মিয়ার মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাটি ঘটেছে পূর্ব শত্রুতার জের ধরে। মৃত্যুর আগে দুখু মিয়া চিকিৎসকদের কাছে ঘটনার সঙ্গে জড়িত শাজাহানপুর উপজেলার মিষ্টার, সুফিয়ান, শাহজাহান এবং কাহালু উপজেলার শামীম, সোহাগ ও আতিকুরের নাম বলে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫