শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুরি গ্রাম থেকে খোকন মিয়া (৫০) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রায়গঞ্জ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি রায়গঞ্জের সূবর্ণগাতী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, দুপুরে সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের পাশে খোকনের মৃতদেহ পড়ে থাকতে দেখে শেরপুর থানায় খবর দেয় স্থানীয় লোকজন। কিন্তু ঘটনাস্থল পাশের রায়গঞ্জ থানাধীন হওয়ায় বিষয়টি তাদের জানানো হয়। পরে রায়গঞ্জ থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, খোকনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। দৃর্বৃত্তরা তাকে হত্যা করে মৃতদেহ নিঝুরি গ্রামে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫