ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে গ্রেফতার ৪৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
রংপুরে গ্রেফতার ৪৫

রংপুর: রংপুরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবির ও বিএনপিকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গংগাচড়া ও রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।



রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ দুই জামায়াত-শিবির ও দু’জন বিএনপিকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে জামায়াতের মাহিগঞ্জ শাখার সেক্রেটারি আতিয়ার রহমান বিটুল রয়েছেন। বাকি ৪১ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, খুন ও পলাতক আসামি।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।