চাঁদপুর: কলেজ পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করায় চাঁদপুরের হাজীগঞ্জে মামুন হোসেন (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মামুন হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা বিলওয়াই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে।
হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সুবিদপুর গ্রামের কলেজ পড়ুয়া এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন মামুন। বুধবার রাতে ওই ছাত্রীকে বাড়ি থেকে উঠিয়ে নিতে গেলে স্থানীয়রা মামুনকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫