দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে জোসনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার খেতাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম গাইবান্ধা জেলার পূর্ব ছাপোরহাটি গ্রামের মৃত নজরুলের স্ত্রী।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার খেতাব মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমনে থাকা জোসনা বেগম ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫