ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ পৌর মেয়রকে ফিরে পেতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
নিখোঁজ পৌর মেয়রকে ফিরে পেতে মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রহস্যজনকভাবে নিখোঁজ রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর সরকারের সন্ধানে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা কলেজমোড় থেকে ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে পৌরবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে নওহাটার পৌর এলাকার স্থানীয় ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজের  পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- মেয়রের ছেলে ফয়সাল কবীর রুনু, মেয়ে নুসরাত জাহান বেনজির, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান মুনসুর রহমান, নওহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক প্রমুখ।

কর্মসূচি থেকে নিখোঁজ পৌর মেয়র গফুরকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময় : ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।