সারিয়াকান্দি(বগুড়া): বগুড়া ও জামালপুর জেলার মধ্যে আন্তঃজেলা সীমানা পিলার হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী রফাত উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা সীমানা পিলার হস্তান্তর করা হয়।
আন্তঃজেলা সীমানা পিলার হস্তান্তরের সময় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. শাকিল মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ড. কামরুজ্জামান, সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনজুরুল ইসলাম মোস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. শাকিল মাহমুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫