কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে জোড়া খুন মামলার আসামি জসিম উদ্দিনকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আলাউদ্দিন বাংলানিউজকে জানান, ২০০৩ সালে মাদারবনিয়া ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে ২ জন ঘটনাস্থলে নিহত হন। ওই জোড়া খুনসহ তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জহিরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, জসিমকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫