রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে হরতাল অবরোধে নাশকতা, মোটরসাইকেল চুরি ও মারধরের অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন-উপজেলার গোলাকান্দাইল এলাকার মৃত আজিজুলের ছেলে বাবুল মিয়া (৩৮), মৃত সিরাজুল ইসলামের ছেলে আশানুর (৩০), সেকান্দার আলীর ছেলে আমান উল্লাহকে (৫৭) নাশকতার আশঙ্কায় ও মাহমুদাবাদ এলাকার হামিদ উদ্দিনের ছেলে লস্কর আহাম্মেদ ফরিদ (৩৫), গোলাকান্দাইল এলাকার আবু বক্করের ছেলে ইমরান খান (৩০), পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার পাঁচবাড়িয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহমুদ মিয়াকে (২৬) মোটরসাইকেল চুরির অভিযোগে ও উপজেলার আড়িয়াবো এলাকার নুরুল আমিনের ছেলে হোসেন বুলবুলকে মারধরের অভিযোগে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, হরতাল অবরোধে নাশকতার আশঙ্কা ও মোটরসাইকেল চুরির অভিযোগে আটক সব আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫