বান্দরবান: বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসন চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায়ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি ছিলেন মেলার শুভ উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান জেলা প্রশাসকে মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ মেলায় ইনোভেশন বিষয়ক সেমিনার, ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিল্ম শো সহ বিভিন্ন আয়োজন রয়েছে।
এছাড়াও মেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসমূহের তথ্য সেবাকেন্দ্রসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তির সেবা তুলে ধরা হয়। মেলার শুরুর পর থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী মেলা প্রাঙ্গণে ভিড় জমায়।
বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও মেলায় তথ্যপ্রযুক্তির সেবা দেখতে ভিড় করেছে।
মেলায় শতাধিক প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তথ্যপ্রযুক্তির সেবা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারি) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি হবে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫