রংপুর: নগরীর ধাপ কটকিপাড়া এলাকায় অরুণ ফার্মা নামের একটি ওষুধের ডিপোতে ডাকাতির ঘটনা ঘটেছে।
একদিনের ব্যবধানে বুধবার (২৮ জানুয়ারি) দিনগত গভীর রাতে ফের ডাকাতির ঘটনা ঘটলো।
ডিপোতে হানা দিয়ে ডাকাতরা নগদ টাকা, মোটরসাইকেল, ওষুধসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে।
এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ইলিয়াস নামে একজন আহত হয়েছেন।
আহত ইলিয়াস বাংলানিউজকে জানান, বুধবার দিনগত গভীর রাতে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল ডিপোর ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, মোটরসাইকেল, ওষুধসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয়।
ডাকাতি কাজে বাধা দিলে দা দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে জানান ইলিয়াস।
তবে ঘটনাটি ডাকাত নয়, চুরি বলে উল্লেখ করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে নগরীর মাহিগঞ্জ এলাকায় এক চাতাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫