খুলনা: ‘বই পড়ার অভ্যাস করি, আলোকিত সমাজ গড়ি’ স্লোগান নিয়ে খুলনায় শুরু হচ্ছে মাসব্যাপী একুশে বইমেলা।
১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে বয়রা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে।
খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সার্বিক সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে।
মেলা প্রাঙ্গণে এ উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।
মেলায় প্রতিদিন আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বুকস্টলের পাশাপাশি আরও থাকবে রকমারি স্টল।
এছাড়াও বিনোদনের জন্য থাকছে নাগরদোলা ও চরকি। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫