ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট শহরে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে বিশ্ব জয় ইলেকট্রনিক্সের মালিক বিশ্বজিৎ কুমারকে ১ হাজার টাকা, আবু বকরের টিনের দোকানে ১ হাজার টাকা, আশরাফ আলীর খুঁটির দোকানে ৫০০ টাকা, আমিনুল ইসলামের মেশিনারীশের দোকানে ৫০০ টাকা ও নবির উদ্দিনের ফলের দোকানে ২০০ টাকা জরিমানা করা হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫