বগুড়া: হত্যাকাণ্ড নিয়ে চিন্তিত নন তিনি। এখানে কে কাকে মারলো বা হত্যা করলো এটা নিয়ে তিনি ভাবছেন না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার প্রসঙ্গে মোবাইল ফোনে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন চরম বিরক্তি নিয়ে এ মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের চলামান পরিস্থিতিতে ছোটখাট লাশ উদ্ধার বা হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ভাবছে না। বিকেলে ফোন দিয়েন, তখন দেখি কি করা যায়?
একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা (ওসি) এ ধরনের মন্তব্য করতে পারেন কি-না জানতে চাইলে জেলার সংশ্লিষ্ট এ-সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, এধরনের কথা বলা উচিত হয়নি সোনাতলা থানার ওসির। তাকে সতর্ক করে দেওয়া হবে ভবিষ্যতের জন্য।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়ফুজ্জামান ফারুকী (প্রশাসন) বাংলানিউজকে জানান, এটা কখনই একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলতে পারেন না। হরতাল-অবরোধ কার্যক্রমসহ পুলিশ সব ধরনের ক্রাইম বা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করবে। রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাসহ জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ।
ভবিষ্যতে যাতে এমন না হয়, সে বিষয়ে সোনাতলা থানার ওসিকে সতর্ক করে দেওয়ার কথা বলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ শ্রী রবিনাথ উপজেলার জোড়গাছা ইউনিয়নের ছিছারপাড়া এলাকার বুলজান উচ্চ বিদ্যালয়রে পাশে মাটিতে পড়ে থাকা এক মরদেহ দেখতে পেয়ে সোনাতলা থানায় সংবাদ দেন।
পরে বেলা পৌনে ১১টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে অজ্ঞাত ওই যুবকের লাশটি উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫