ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি আজান ও কেরাত প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি আজান ও কেরাত প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি আজান ও কেরাত প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের বিএএফ ঘাঁটি জহুরুল হকের কেন্দ্রীয় মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বিএএফ ঘাঁটি জহুরুল হক দল চ্যাম্পিয়ন ও বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল রানারআপ হয়েছে।

বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সার্জেন্ট মো. জয়নুল আবেদিন আজান প্রতিযোগিতায় প্রথম ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সার্জেন্ট মো. সহিদুল ইসলাম কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।
 
এর আগে ২৮ জানুয়ারি স্থানীয় ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।