ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হরতাল-অবরোধে মামলার তারিখ পরিবর্তন হচ্ছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
হরতাল-অবরোধে মামলার তারিখ পরিবর্তন হচ্ছে

জাতীয় সংসদ ভবন থেকে: হরতাল-অবরোধ-ধর্মঘটে আদালতের কার্যক্রম অব্যাহত থাকলেও কোনো পক্ষ আদালতে উপস্থিত হতে না পারলে, মামলার তারিখ পরিবর্তন করা হচ্ছে। তবে বিচারাধীন মামলা নিষ্পত্তিতে যেন বিলম্ব না হয় সেদিকে খেয়াল রেখেই মামলার তারিখ পরিবর্তন করা হচ্ছে বলে জাতীয় সংসদকে জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।


 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সামছুল আলম দুদু’র প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
 
এ সময় বেগম ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ১৫টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১২টি মামলার আপিল করা হয়েছে।
 
মোহাম্মদ ইলিয়াছের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২৮ লাখ ৬১ হাজার ৩টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৪ হাজার ৮ শ’ ৩৭টি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩ লাখ ৫০ হাজার ২ শ’ ২২টি এবং সকল জেলা ও দায়রা জজ আদালতে ৯ লাখ ৮৭ হাজার ৪ শ’ ৩৭টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।