নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খান, ইসলাম খান, আব্বাস খান, শাহজাহান খান, মুরাদ খান, ইসরাফিল ইব্রাহিম।
ক্ষতিগ্রস্ত শাহজাহান খান ও মুরাদ খান বাংলানিউজকে জানান, আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, নড়াইল শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫