চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন জন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে একটি অটোরিকশা ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে ধানুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে নারীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুইজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫