কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় ডুবে যাওয়া মালয়েশিয়াগামী ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার রাজিবুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলাটি উদ্ধার করা হয়েছে। তবে, ট্রলারের সঙ্গে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজরা সাঁতরে বা অন্যান্য বোটে তীরে উঠেছে।
তারপরও তানভীর ও অতন্দ্র নামে দুটি জাহাজ ও একটি সার্চ স্পেশাল বোট উদ্ধার অভিযানে রয়েছে। ট্রলারটি তীরে আনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
** কুতুবদিয়ায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, নিখোঁজ শতাধিক