মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকের চাপায় আসিফ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বদর উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ শিবালয় উপজেলার রামকান্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বদর উদ্দিন ডিগ্রি কলেজের সামনের রাস্তা পার হচ্ছিল আসিফ। এ সময় আরিচাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা। তবে, ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫