ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে হামলায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
পলাশবাড়ীতে হামলায় আহত যুবকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


 
সিরাজুল উপজেলার হোসেনপুর ইউনিয়নের ছোট শিমুলতলা গ্রামের খোকা মিয়ার ছেলে।  
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সিরাজুলকে তার বাড়ির পাশের রাস্তায় এলোপাতারি কুপিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।  
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।  
 
বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫  
   



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।