ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর আমলের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ফলো করার দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বঙ্গবন্ধুর আমলের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ফলো করার দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আমলের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স নয়, বঙ্গবন্ধুর আমলের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ফলো করার দাবি জানিয়েছেন জাসদের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল। তিনি বলেছেন, আমরা সব কিছুতে বঙ্গবন্ধুর পথ অনুসরণ করতে চাই।

কিন্তু ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুসরণ করা হচ্ছে এইচ এম এরশাদের সময়কার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

মইনুদ্দিন খান বাদল বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স নিয়ে এর আগেও সংসদে কয়বার কথা বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি। বিষয়টি যেহেতু গতকাল (বুধবার) সংসদে উঠেছে, তাই বলতে চাই এটি করার আগে একটি কমিটি গঠন করা হোক। যা বিশ্বের অন্য দেশের সঙ্গে যাচাই-বাছাই করে সিদ্ধান্তে যেতে হবে।

তিনি বলেন, বর্তমানে যে ওয়ারেন্ট অব প্রেসিডেন্সের প্রস্তাব করা হয়েছে, তাতে সংসদ সদস্যদের অবস্থান আজ কোথায়? সচিবরা উপরে চলে গেছেন।

তিনি আরও বলেন, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচিতদের ওপরে প্রজাতন্ত্রের কর্মচারীরা থাকেন না। কিন্তু এখানে তা করা হয়েছে। এমপিরা এখন মর্যাদাক্রমের ৫ নম্বরে অবস্থান করছেন।

তার এ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল  মতিন খসরু বলেন, এ দেশের প্রভু বা মালিক হচ্ছে জনগণ, সেই জনগণের প্রতিনিধি হচ্ছে সংসদ সদস্য। সংসদ সদস্যদের সম্মান করা মানে জনগণকে সম্মান করা।

এরপর স্পিকার তাদের বির্তকের বিষয়ে বলেন, বিষয়টি নিয়ে পূণাঙ্গ রায় আসেনি। তাই এটি নিয়ে এখন কথা না বলাই ভালো। স্পিকারের এ কথায়, আলোচনার বিষয়টি আর এগিয়ে নেননি কেউ।

এরআগে, বিষয়টি নিয়ে বুধবার (২৮ জানুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, নিজেরা নিজেদের মর্যাদা বাড়ানো এথিকসের বাইরে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।