নীলফামারী: নীলফামারী আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আলিম উদ্দিন বুসনিয়া সভাপতি ও আবু সোয়েম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আতাউর রহমান বিটুল ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও সহ-সভাপতি তছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সরকার, লাইব্রেরি সম্পাদক জাহাঙ্গির মো. ফারুক আলম এবং সদস্য হিসেবে রবিউল আলম প্রামাণিক, কামরুজ্জামান শাশস, মনিরুজ্জামান বাবু, কাজী ফয়েজ উল হক শিশির, আলপনা রায় রেখা, সেলিম শাহ ও আতিকুল আরেফিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আতাউর রহমান বিটুল বাংলানিউজকে জানান, ১৪৯ ভোটারের মধ্যে ১৪২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নীলফামারী বার সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রতিদ্বন্দ্বি না থাকায় ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হন অসিত কুমার ধর।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫