ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বর্জ্য নিষ্কাশন বন্ধের ঘোষণা দিলো নাসিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বর্জ্য নিষ্কাশন বন্ধের ঘোষণা দিলো নাসিক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লা-আবর্জনা ফেলার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিচ্ছন্ন কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে।  

এরপর অনির্দিষ্টকালের জন্য নগরের ময়লা-আবর্জনা অপসারণ বন্ধের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিকের ভারপ্রাপ্ত মেয়র ও প্যানেল মেয়র-১ ওবায়েদউল্লাহ এ ঘোষণা দেন।

নাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে ময়লা-আবর্জনা ফেলার সময় সিটি কর্পোরেশনের তিনটি ট্রাকে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে নিরূপায় হয়ে লিংক রোডের পাশে আবারও ময়লা আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। কিন্তু বৃহস্পতিবার সকালে হামলা চালানোর কারণে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করতে চাননা। এ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত বর্জ্য অপসারণ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামলার বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত মেয়র।

নাসিকের স্যানিটেশন পরিদর্শক আলমগীর হিরণ জানান, তিন শতাধিক অজ্ঞাতপরিচয় লোকজন লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে হামলা করে পরিচ্ছন্ন কর্মীদের ওপর। এ সময় নাসিকের দুটি ময়লার ট্রাকের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় নাসিকের সহকারী আইন কর্মকর্তা খন্দকার মাজহার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এদিকে, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এলাকাবাসী বাধা দিয়েছে বলে শুনেছি। ময়লার ট্রাক ভাঙচুরের অভিযোগ সত্য নয়। নাসিক কর্তৃপক্ষ মামলা দায়েরের জন্য একটি অভিযোগ দিয়েছে।

লিংক রোডে স্টেডিয়ামের সামনে ময়লা-আবর্জনা ফেলায় গত সোমবার নাসিককে দুই লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর। এরপর মঙ্গলবার ময়লা ফেলা বন্ধ করে সিটি কর্পোরেশন। কিন্তু বুধবার থেকে ফের স্টেডিয়ামের সামনে ময়লা-আবর্জনা ফেলা শুর‍ু হয় কর্পোরেশন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।