ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বর সেক্টরের ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মার্কেটের পার্কিং এলাকায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মার্কেটের ব্যবসায়ী আব্দুল্লাহ আল জুবায়ের বাংলানিউজকে জানান, কে বা কারা হঠাৎ মার্কেটের পার্কিং এলাকায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের প্রচণ্ড শব্দ এবং ধোঁয়ায় এসময় পথচারী ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫