ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ফুটবল উন্মাদনায় প্রভাব ছিল না হরতালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সিলেটে ফুটবল উন্মাদনায় প্রভাব ছিল না হরতালের

সিলেট: ফুটবল উন্মাদনায় মাতোয়ারা সিলেট। এরই মধ্যে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ছিল সিলেট বিভাগ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল।

কিন্তু ফুটবল উন্মাদনায় প্রভাব ছিল না বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের।

এদিন সকাল থেকেই ছিল ফুটবল নিয়ে মাতামাতি।

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর সিলেটের মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে মালয়েশিয়া।

দুপুরে জনতার স্রোত চলে সিলেট স্টেডিয়ামমুখী।

নিরাপত্তার কারণে নগরীর রিকাবিবাজার রোড বন্ধ থাকলেও অন্য সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক ছিল।

সকালে বিচ্ছিন্নভাবে মিছিল বের করে স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও জামায়াত-শিবির।

তবে বিএনপির নেতাদের রাজপথে দেখা যায়নি।

দিনের শুরুতে সকাল ৮টায় নগরীর সুবিদবাজার এলাকায় ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে।

বেলা ১১ টার দিকে নগরীর উপকণ্ঠ টুকেরবাজার এলাকায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

বিকেল ৩টার দিকে নগরীর কুমারপাড়া উঁচা সড়ক এলাকায় মিছিলকারীরা হামলা চালিয়ে তিনটি ট্রাকে ভাঙচুর চালায়।

এছাড়া নগরীর আর কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এদিকে, হরতাল চলাকালে নগর জীবন ছিল স্বাভাবিক।

নগরীর বিভিন্ন সড়কে যথারীতি যানবাহন চলেছে।

তবে বেশির ভাগ দোকানপাট খোলা থাকলেও বিপণীবিতানগুলো বন্ধ ছিল।

হরতাল চলাকালে আন্ত:জেলা বাস চলাচল বন্ধ থাকলেও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এছাড়া সিডিউল বিপর্যয় থাকলেও সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, হরতালে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সতর্ক প্রহরা ছিল।

তবে দু’একটি স্থানে ঝটিকা মিছিল করলেও পুলিশ পৌছার আগেই সটকে পড়ে মিছিলকারীরা।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।