ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বঙ্গোপসাগরে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ আটক বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারের জালে ধরা পড়েছে ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের এক ক্রেতা ওই মাছটি কিনে নেন।

এ মাছটি চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের মোস্তফা মিয়ার এফবি মোস্তফা ট্রলারে গভীর বঙ্গোপসাগরে জালে ধরা পড়ে। সকালে ওই ট্রলারে করে মাছটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।

বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দ্বিতীয় বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) কেন্দ্রে মাছটি নিয়মিত নিলামে ওঠে। পরে আড়ৎদার ‘পাথরঘাটা ফিস’ এর ম্যানেজার মো. সগির মিয়া ৪০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

ম্যানেজার মো. সগির মিয়া বাংলানিউজকে জানান, মাছটির ওজন ৮ মণ। এটি দেখতে শাপলাপাতার মতো। তাই জেলে ও উপকূলের মানুষ এটিকে শাপলাপাতা নামে চেনে।

পাথরঘাটা ফিসের মালিক গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সামুদ্রিক এ মাছটি খেতে বেশ মজাদার। তাই এ মাছটির দাম বেশি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।