ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে সোনালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
নড়াইলে সোনালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলের সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নিজস্ব কার্যালয়ে সাত শিক্ষার্থীকে এক লাখ পাঁচ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।


 
সোনালী ব্যাংক লিমিটেড, নড়াইল শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক তুলে দেন।

এসময় অনেকের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল শাখার ব্যবস্থাপক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মাহমুদ উদ্দিন, সিনিয়র অফিসার মাহমুদুর রহমান, আব্দুল কাদির, দীপংকর বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, সিনিয়র অফিসার (আইটি) ইমরান হোসেন, তাপস কুমার মজুমদার, সোনালী ব্যাংক ইউনিয়ন নড়াইল আঞ্চলিক কমিটির সভাপতি খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।