সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র বাচ্চু শেখ(২৩)মারা গেছেন।
নিহত কলেজছাত্র বাচ্চু শেখ (২৩) রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শ্যামঘোপ গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ বাংলানিউজকে জানান, রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র বাচ্চু আহত হন।
আহত অবস্থায় প্রথমে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫