ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সায়েম (৩৫) আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন সায়েম। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।