ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শামীম (৩৫) নামে এক যুবককে অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কবিতা খানম এ রায় দেন।


 
শামীম জেলার শিবগঞ্জ উপজেলার কয়লার দিয়াড় এলাকার মৃত আলমগীর মাস্টারের ছেলে।

মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি দল শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে চারটি পিস্তল, আটটি খালি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ শামীমকে আটক করে।

পরদিন এই ঘটনায় র‌্যাবের ডিএডি আবু জাফর বিশেষ ক্ষমতা আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এ রায় দেন বিচারক।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট জবদুল হক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাসান শরীফ সনি।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।