ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টিএসসিতে পিকেটারকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
টিএসসিতে পিকেটারকে গণপিটুনি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সামনের সড়কে ককটেল ছোড়ার সময় এক পিকেটারকে গণপিটুনি দিয়েছে পথচারীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই পিকেটারের নাম পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া বাংলানিউজকে জানান, টিএসসির সামনে ককটেল ছোড়ার সময় এক পিকেটারকে হাতেনাতে আটক করে পথচারীরা।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক ওই পিকেটারের বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।