যশোর: যশোরের কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় আল আমিন সবুজ (২০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির এ আদেশ দেন।
আল আমিন উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের আব্দুল আহাদ মোড়লের ছেলে।
সংশ্লিষ্টরা জানায়, দুপুরে আল আমিন বালিয়াডাঙ্গা গ্রামে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে মণিরামপুরের ভরতপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছর কারাদণ্ড দেন ইউএনও।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫