ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাসে ওঠার সময় বাসটিতে আগুন দেয় তারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাসটি মিরপুর-১ থেকে আবদুল্লাহপুর যাতায়াত করতো।
অগ্নিসংযোগের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
** কুড়িলে যাত্রীবেশে বাসে আগুন