ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে আটক সাব্বির (১৪) নামে বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সাব্বিরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস কিশোরকে ফেরত পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সাব্বিরকে নিয়ে তার বাবা জমির উদ্দিন সীমান্ত ঘেঁষা ক্ষেতে কৃষি কাজ করছিলেন। এ সময় ভুলক্রমে ৩৬৭ নম্বর পিলার এলাকার দিয়ে সাব্বির ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে ১২১ ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫