ঢাকা: শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক আতাউর রহমানের দাদি আমিনা খাতুনের কুলখানি ও দোয়া মাহফিল শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা অনুষ্ঠিত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরের পাশে নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হবে।
কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন মরহুমার নাতি ও শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান।
গত ২৬ জানুয়ারি সকালে ১০৮ বছর বয়সে নিজ বাড়ি হায়দরাবাদে মৃত্যুবরণ করেন আমিনা খাতুন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫