ঢাকা: রাজধানীর উত্তরায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রিয়া (১৩) নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস রিয়ার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
রিয়া (১৩) উত্তরা ৭নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৪০ নাম্বার (ছয়তলা) ভবনের ছয়তলায় ইউনিয়ন ব্যাংকের ভৈরব শাখার ম্যানেজার নিয়াজ মো. খানের বাসার গৃহকর্মী ছিল।
নিয়াজ মো. খানের গাড়িচালক আব্দুল মজিদ বাংলানিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় ছয়তলা ভবনের ছাদ রিয়া পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গাড়ি চালক আরো জানান, মেয়েটির বাড়ি সুনামগঞ্জ জেলায়। বেশ কয়েক বছর ধরে সে ওই বাসায় গৃহকর্মীর কাজ করতো।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫