লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জে দুই ট্রাক জাটকা আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে তোরাবগঞ্জ পশ্চিম বাজারে স্থানীয় জনতা জাটকা বোঝাই একটি ট্রাক আটক করে।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিন জানান, কমলনগরের মেঘনা নদী থেকে ধরা জাটকা মতিরহাট থেকে ট্রাক বোঝাই করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তোরাবগঞ্জ বাজারে পৌঁছালে স্থানীয় জনতা জাটকা ভর্তি ট্রাক আটক করে পুলিশে খবর দেয়। এতে প্রায় ১শ’ মণ জাটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, রামগতির মেঘনা নদী থেকে ধরা জাটকা মিনিট্রাক ভর্তি করে বিক্রি জন্য শহরে নিয়ে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ীরা। খবর পেয়ে তোরাবগঞ্জ এলাকা থেকে জাটকাগুলো আটক করা হয়। স্থানীয়দের ধারণা, মিনিট্রাকে প্রায় ৩০ মণ জাটকা রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, জাটকার সঙ্গে বড় ইলিশও রয়েছে। বৈধ ইলিশ ব্যবসায়ীদের দিয়ে দেওয়া হবে। শুধু জাটকাগুলো এতিমখানা ও অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫