ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ত্বকী হত্যা মামলার পরবর্তী শুনানি ১৯ মার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ত্বকী হত্যা মামলার পরবর্তী শুনানি ১৯ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার শুনানিতে তিন সন্দেহভাজন হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারক আগামী ১৯ মার্চ পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ত্বকী হত্যা মামলার ধার্য্য দিন ছিল। শুনানিতে গ্রেফতারকৃত ৩ জন সন্দেহভাজন যারা জামিন পেয়েছেন তারা হাজিরা দিয়েছেন। এ তিনজন হলেন ইউসুফ হোসেন লিটন, রিফাত বিন ওসমান ও তায়েবউদ্দিন আহমেদ জ্যাকি।

এছাড়া এ মামলায় গ্রেফতার রয়েছেন সালেহ রহমান সীমান্ত। গ্রেফতারের পর উচ্চ আদালত থেকে জামিন পাওয়া সুলতান শওকত ভ্রমরের পক্ষে আইনজীবী জামিনের সময় আরো বাড়ানোর আবেদন করলে আদালত পরবর্তী ধার্য্য তারিখ ১৯ মার্চ পর্যন্ত সময় দেন।

ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮ জনই পলাতক। তারা হলেন- রাজীব, কালাম সিকদার, মামুন, অপু, কাজল, শিপান ও আজমেরীর গাড়িচালক জামশেদ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো ইউসুফ হোসেন লিটন, সালেহ রহমান ওরফে সীমান্ত, রিফাত বিন ওসমান, সুলতান শওকত ভ্রমর, তায়েব উদ্দিন ওরফে জ্যাকি।

তাদের মধ্যে দুই জন আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্প্রতি সুলতান শওকত ভ্রমর, তায়েব উদ্দিন জ্যাকি এবং রিফাত বিন ইউসুফ উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।