বরিশাল: বাংলাদেশ আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সরকার ও প্রশাসনের ওপর মানুষের কোনো আস্থা নেই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই দিনব্যাপী ওয়াজ-মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি চরমোনাইয়ের পীর সাহেব সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চলমান সংকট নিরসন কল্পে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি ৫ ফেব্রুয়ারি সাদা পতাকা নিয়ে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন, ৮ ফেব্রুয়ারি সারা দেশে জেলায় জেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন এবং ১৩ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিটি উপজেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন।
এ কর্মসূচির মধ্যে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া না হলে সারাদেশ থেকে সাদা পতাকা নিয়ে রাজধানী অভিমুখে শান্তি অভিযাত্রা বা ‘মার্চ ফর পিচ’ কর্মসূচি ঘোষণা করা হবে।
বয়ান শেষে তিনি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের জন্য দোয়া পরিচালনা করেন।
ইসলামী শ্রমিক আন্দোলন, বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলের শেষ দিনে সভাপতিত্ব করেন মুফতি মাসউদ হাসান ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ হাফেজ মাওলানা অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দীন, মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ ডা. সিরাজুল ইসলাম সিরাজী, চরমোনাই কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির মাওলানা মুহা. জাফর ইমাম, চরমোনাইয়ের খলিফা আলহাজ হযরত মাওলানা মুহা. সেকান্দার আলী সিদ্দিকী, জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শওকতুল ইসলাম, বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল কাদের প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫