বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার কুব্বত আলী বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামের রেজা নামে এক ব্যক্তির বাড়ির গেটের দরজার উপর থেকে ওই পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধাকৃত পিস্তল ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫