যশোর: যশোরের চৌগাছায় অপহরণের পর ছামাদ মোল্লা (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পৌর এলাকা থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে পৌর এলাকার পান্টিপাড়া এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, নিহতের ছেলে একটি হত্যা মামলার স্বাক্ষী ছিলেন। মামলাটি দেখাশোনা করতেন ছামাদ মোল্লা। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার মাশিলা বাজার থেকে ছামাদ মোল্লাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫