ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননকে গ্রেফতারের প্রতিবাদে আগামী রোববার থেকে জেলাব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাঁশি সাক্ষরিত শুক্রবার দুপুরে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু পুলিশ বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে পুরানো মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায়।
তার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৬টা পর্যন্ত ঝিনাইদহ জেলায় এ হরতাল ডাকা হয়।
বিবৃতিতে জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতালে সহায়তা করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫