ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রোববার থেকে ঝিনাইদহে ২৪ ঘণ্টার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
রোববার থেকে ঝিনাইদহে ২৪ ঘণ্টার হরতাল প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননকে গ্রেফতারের প্রতিবাদে আগামী রোববার থেকে জেলাব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাঁশি সাক্ষরিত শুক্রবার দুপুরে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।



বিবৃতিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু পুলিশ বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে পুরানো মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায়।

তার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৬টা পর্যন্ত ঝিনাইদহ জেলায় এ হরতাল ডাকা হয়।

বিবৃতিতে জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতালে সহায়তা করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।