ঢাকা: দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আকতার-উল-আলমের মেয়ে ফাহমিদা আকতারের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২ টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের ৫ নং রোডের ১০৫ নং বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে বাড়ির গৃহকর্মী রান্না করতে এসে বিছানার উপর হাত পা বাধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
ঢামেক ফরেন্সিক চিকিৎসক প্রদীপ বিশ্বাস নিহতের ময়না তদন্ত সম্পন্ন শেষে বাংলানিউজকে জানান, ‘ভারি কোনো বস্তু দিয়ে নিহতের মাথায় আঘাত করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এখন তার ভিসেরা পরীক্ষায় জন্য পাঠানো হয়েছে।
ময়না তদন্তের আগে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রামপুরা থানার এসআই রফিকুল ইসলাম। নিহতের হাত পা বাাঁধা ছাড়াও নাকে মুখে মরিচের গুড়া ছিটানো ছিলো।
নিহতের মামাতো ভাই সাব্বির হাসান জানান, ফারহানা আকতারের স্বামী গোলাম রাব্বানী বাহরাইন প্রবাসী। তার একছেলে সিরাতুল মোস্তাকিম। সে ইউএসএ থাকেন।
বর্তমানে লাশটিকে বার্ডেম হিমঘরে রাখা হবে। পরবর্তীতে তার স্বামী আসলে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, আগামী শনিবার (৭ জানুয়ারি) রাতে পারিবারিক অনুষ্ঠানের জন্য তাকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। তার মা উত্তরায় থাকেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫/আপডেটেড : ১৭৩৭