ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
গজারিয়ায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩ প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সিএনজিচালিত তিনটি অটোরিকশার উপর পড়ে শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ জন।



শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ‍

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ভূট্টাবাহী একটি ট্রাক ঢাকা থেকে ছেড়ে কুমিল্লা যাচ্ছিল। পথে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেখানে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশার উপর পড়ে। এতে ট্রাকের চ‍াপায় অটোরিকশাগুলোতে থাকা এক শিশু ও দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া দুই নারী ও তিন পুরুষ আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বলে জানান সার্জেন্ট সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫/আপডেট: ১৪৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।