ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. রাজু (২০) নামে এক বখাটেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দেন।



সাজাপ্রাপ্ত রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাজগঞ্জ গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, বখাটে রাজু একই গ্রামের এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীর ওড়না ছিনিয়ে নেয়।

বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এভাবেই ওই ছাত্রীকে তিনি উক্ত্যক্ত করে আসছিলেন। এ বিষয়টি নিয়ে স্কুলছাত্রীর অভিভাবকরা থানায় অভিযোগ করেন। এরপর তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযুক্ত রাজুকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।