ঢাকা: দেশব্যাপী রাজনীতির নামে মানুষ হত্যা, সহিংসতা বন্ধ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর ও সমাবেশ করছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগে গণস্বাক্ষর ও সমাবেশের শুরু হয়।
হরতাল-অবরোধের নামে দেশব্যাপী জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যার প্রতিবাদে প্রগতিশীল সব সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার গণজাগরণ মঞ্চ গণস্বাক্ষর ও সমাবেশের আয়োজন করা হয়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বাংলানিউজকে বলেন, আজ (শুক্রবার) গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। তবে তা ১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হবে।
তিনি বলেন, রাজনীতির নামে দেশব্যাপী মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত-শিবির জোট ধারাবাহিকভাবে যে জ্বালাও পোড়াও করছে এর প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি থেকে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা কাদের মোল্লার রায়ের পর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫