ঢাকা: অমর একুশে উদযাপন, একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৫ উপলক্ষে সংবাদ সম্মেলন শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গ্রন্থমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫