ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা: যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর, চলমান সহিংসতা বন্ধ ও আইন প্রণয়ন করে হরতাল-অবরোধ নিষিদ্ধ করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের শহীদ আলাউদ্দিন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি আবু রায়হান তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।

বক্তারা ২০ দলীয় জোটের চলমান সহিংসতা নৃশংস ও নজিরবিহীন উল্লেখ করে আইন করে হরতাল অবরোধ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।