পটুয়াখালী: জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর দশমিনায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শিক্ষকসহ ছয় জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের পিছনে সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে- কলেজ শিক্ষক নুরে আলম সিদ্দিকী ও তার স্ত্রী পারভীনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং রুবেল নামে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সবুজবাগ এলাকায় চরহোসনাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক নুরে আলম ছিদ্দিকী ও ব্যবসায়ী আবু কালাম প্যাদার মধ্যে ক্রয়কৃত জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শুক্রবার দুপুরে নুরে আলম সিদ্দিকীর পুরাতন বাড়ির দরজায় আবু কালাম প্যাদা ও তার লোকজন পেরেক মেরে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫